Archive | September 2022

Planting Potatoes—আলু রোপণ করা

মূল্যবোধ —সঠিক আচরণ

সহমূল্যবোধ —ভিন্ন কাজের দ্বারা প্রভাব ফেলা,প্রত্যেকটা ভাল কাজের মূল্য আছে

আমি যখন একটা ছোট ছেলে ছিলাম তখন বড় হয়ে ওঠার সময় আমাদের পুরনো বাড়ির চারপাশে অনেকগুলো বাগান ছিল.সেগুলোর মধ্য সবচেয়ে বড় যেটা ছিল তাতে আলুর চাষ হতো.আলু রোপণের সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে.বাড়ির সকলে সাহায্য করত.আমার বাবা মাটি দিয়ে চাষের জন্য জমি প্রস্তুত করে দিত,তারপরে ,আমার মা,ভাইয়েরা এবং আমি সেখানে কাজ করতে যেতাম.আমার কাজ ছিল আলুর বীজ গুলো একটা সারিতে ফেলে দেওয়া অন্যদিকে আমার মা সেগুলোর পাশে একমুঠো সার ছড়িয়ে দিত.আমার ভাইয়েরা তারপর টাটকা মাটি দিয়ে সেগুলো ঢেকে দিত.

এর পরে অনেক মাস ধরে আমি যখন বাইরে খেলতে যেতাম বাগানের দিকে তাকিয়ে ভাবতাম যে মাটির তলাতে কি হচ্ছে.ফসলের সময় এলে বাবা যখন মাটি থেকে আলুগুলো বের করে সেগুলোর বিশাল আকার দেখে আমি অবাক হয়ে যেতাম.সেই ছোট বীজগুলো মধুর খাদ্যে পরিণত হয়েছে.এগুলো থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় যেমন সেকা আলু, আলু ভর্তা এবং আমার প্রিয়:স্প্যাগেটি সওসে কম আঁচে আলু রান্না করা.এই সামগ্রীগুলো সারা বছর সম্পূর্ণ পরিবারকে খাবার যোগান দিয়ে যেত.এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা ছিল.

শিক্ষা:

এই রকম বিশেষ সময়গুলো পিছনে ফিরে তাকালে আমি অবাক হয়ে ভাবি এরকম আরো কত বীজ আমি পুঁতেছি যেগুলো হয়ত অদেখা অবস্থায় অন্য কারুর হৃদয়ে এবং মনেতে বৃদ্ধি পেয়েছে. কতবার ঈশ্বর ব্যবহার করেছেন আমি যা বলেছি অথবা করেছি সেটা অন্য কোন সুন্দর জিনিসে পরিণত করতে ?কত বার স্বর্গ এই ছোট বীজগুলো ব্যবহার করেছে অন্যের আত্মার মিষ্টি পুষ্টি সাধনের জন্য?আমাদের জীবনের প্রতিটা দিন আমরা পৃথিবীর এই বাগানে বিরাজ করি.প্রতিটা দিন আমরা বীজ রোপণ করি যেটা কিনা অপূর্ব কিছুতে পরিণত হয়.আমরা হয়ত দেখতে পাইনা যে দয়াশীল কথা আমরা বলি অথবা স্নেহময় কাজ আমরা করি সেটা থেকে কি ধরনের জিনিস উত্পন্ন হয় কিন্তু ঈশ্বর সেটা দেখতে পান.আমদের প্রয়োজন আমাদের চারপাশের বাগানকে যত্ন সহকারে পরিচর্যা করা এবং ধার্মিকতা,শান্তি এবং সহানুভূতি স্থাপন করা সবার জীবনে যাদের সংস্পর্শে আমরা আসি.

http://academictips.org/blogs/

https://saibalsanskaarbangla.wordpress.com

https://www.facebook.com/moralvaluestoriesbengali/ (Naitik Kahini Samagra )

Translator(অনুবাদক)—Sinchita

Each Day is a Gift:প্রতিটা দিন একটা উপহার

মূল্যবোধ : যে বিষয়ে আশা আছে

সহমূল্যবোধ:মনোভাব

You can listen to this story on the podcast SaiPrem at: https://www.buzzsprout.com/1498462/episodes/8419289-each-day-is-a-gift

একজন ৯২-বছরের বয়স্ক,ছোটখাটো,সম্ভ্রান্ত এবং দাম্ভিক মহিলা,যিনি কিনা প্রতিদিন সকাল ৮-টা নাগাদ ভাল করে সাজ-সজ্জা করে প্রস্তুত হয়ে থাকেন,সুরুচিসম্মত চুল বাঁধা,নিখুঁত ভাবে প্রসাধন করা,যদিও আইনত উনি অন্ধ,আজ একটা নার্সিং হোমে উপস্থিত হলেন.

৭০ বছর ঘর করার পরে তাঁর স্বামী মারা যান যার জন্য স্ত্রীকে এই পদক্ষেপ নিতে হল.

নার্সিং হোমের লবিতে(lobby) কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে,যখন ওনাকে বলা হলো যে ওনার ঘর প্রস্তুত হয়ে গেছে ,সেটা শুনে উনি মিষ্টি একটা হাসি দিলেন.

যখন তিনি ওনার ওয়াকারটা (walker) চলমান সিড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন,তাঁর ছোট ঘরের একটা দর্শনীয় বর্ণনা আমি ওনাকে দিলাম সাথে সেই পর্দারও যেটা তাঁর জানলা থেকে ঝুলছে.

“আমার পছন্দ হয়েছে,” উনি উত্সাহের সাথে বলে উঠলেন যেমনটা দেখা যায় একটা আট-বছরের শিশুর মধ্যে যাকে সদ্য একটা কুকুরছানা উপহার দেওয়া হয়েছে.

“মিসেস জোন্স,আপনি এখনো ঘরটা দেখেননি ….অপেক্ষা করুন.”

“তার সাথে এটার কোন সম্পর্ক নেই,” উনি উত্তর দিলেন.”আনন্দ এমন একটা জিনিস যেটা সমেয়ের পূর্বে নির্ণয় করা হয়.”

“…আমার ঘরটা পছন্দ হবে কিনা সেটা আসবাবপত্র কিভাবে সাজানো আছে তার ওপর নির্ভর করবে না,বরং আমি আমার মনটা কিভাবে সাজাবো তার ওপর.আমি এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এটাকে ভালোবেসে ফেলব.এটা একটা সিদ্ধান্ত যেটা আমি সকালে ঘুম থেকে ওঠার পরে নিই.কোনটা নির্বাচন করব সেটা আমার ওপরে নির্ভর করবে; আমি সারাদিন বিছানায় শুয়ে পুনঃগণনা করতে পারি যে সমস্যাগুলো আমার আছে শরীরের সেই অঙ্গগুলো নিয়ে যেগুলো ভাল করে আর কাজ করে না,অথবা বিছানা থেকে উঠে সেগুলোর জন্যে কৃতজ্ঞ থাকা যেগুলো কাজ করে.প্রতিটা দিন হলো একটা উপহার এবং যতক্ষণ আমার চোখ খোলা আছে,আমি দৃষ্টিপাত করব নতুন দিনের ওপরে এবং সেই সব আনন্দময় স্মৃতিগুলোর ওপর যেগুলো আমি সংরক্ষিত করে রেখেছি জীবনের এই সময়ের জন্যে.”

উনি আরো বুঝিয়ে বললেন,” বৃদ্ধ বয়সটা হলো একটা ব্যাঙ্ক একাউন্ট -এর মতো,যা তুমি জমিয়ে রেখেছ তার থেকে বাদ দাও .তাই আমার উপদেশ তোমার জন্যে হলো তোমার স্মৃতির ব্যাঙ্ক একাউন্ট -এ প্রচুর আনন্দ জমিয়ে রাখো.ধন্যবাদ তোমাকে আমার স্মৃতির ব্যাঙ্ক-এ কিছু অংশ ভরিয়ে দেওয়ার জন্য.আমি এখনো জমাচ্ছি.”

এবং হাসিমুখে,উনি বললেন:

আনন্দে থাকার জন্যে এই পাঁচটা সহজ নিয়ম মনে রাখতে হবে:

১.তোমার হৃদয় থেকে ঘৃণা ত্যাগ করো

২. তোমার মন থেকে উদ্বেগ ত্যাগ করো

৩.সহজভাবে জীবন কাটাও

৪.বেশি দান করো

৫. কম আশা করো

শিক্ষা:

মনোভাবটাই হলো সবকিছু.

বাইরের জগৎ-এর ওপরে নির্ভর করে আনন্দ পাওয়া যায় না .

যে কোন বিষয়কে বোঝার জন্য যে পন্থা এবং মনোভাব ব্যবহার করা হয় সেটাই আসলে গুরুত্বপূর্ণ.শুধুমাত্র আমরাই নিজেদেরকে আনন্দে রাখতে পারি.এই সুন্দর সত্যটা শিখে নেওয়া প্রয়োজন এবং আনন্দে জীবন যাপন করার অনুশীলনটাও শিখে নেওয়া দরকার.

http://www.moral-stories.org/each-day-is-a-gift/

Now you can listen to the podcast Sai Prem at: https://www.buzzsprout.com/1498462/episodes/8419289

https://podcasts.apple.com/sg/podcast/sai-prem/id1541103439

https://www.youtube.com/channel/UCx8VJPutJgfaIFvdyq_e50A

https://saibalsanskaarbangla.wordpress.com

https://www.facebook.com/moralvaluestoriesbengali/ (Naitik Kahini Samagra )

অনুবাদক ( Translator )—- Sinchita