Archive | September 2018

Why do we shout when angry?রেগে গেলে আমরা কেন চেঁচিয়ে উঠি ?

মূল্যবোধ : অহিংসা , শান্তি

সহ মূল্যবোধ : নিস্তব্ধতা , শান্তিপূর্ণshout

 

 

 

 

 

একজন মুনি এবং তার শিষ্যরা পবিত্র নদী গঙ্গার উদ্দ্যেশে তীর্থযাত্রা করেন যাতে তাঁরা শুদ্ধ  জলে ডুব দিতে  পারেন.  তাঁরা গঙ্গার তীরে যখন উপস্থিত , তাঁরা লক্ষ্য করেন যে একটা পরিবারের কয়েকজন সদস্য জোড় গলায় একে অপরের প্রতি রাগ প্রকাশ করছে. মুনি তার শিষ্যদের দিকে তাকিয়ে হাসলেন এবং জিজ্ঞেস করলেন :

“মানুষ রেগে গেলে কেন একে অপরের ওপরে  চেঁচিয়ে ওঠে  ? ”

শিষ্যরা কিছুক্ষণ চিন্তা করল, তাদের মধ্যে একজন উত্তরে বলল, “কারণ আমরা আমাদের শান্তিপূর্ণ ভাবটাকে হারিয়ে ফেলি, আমরা  চেঁচিয়ে উঠি .”

‘ কিন্তু, কেন একজন চেঁচাবে যখন অপর জন তার পাশেই রয়েছে ?তোমার যা বলার দরকার সেটা তুমি অপর জনকে মৃদু ভঙ্গিতেও বলতে পারো.’ মুনি জিজ্ঞেস করলেন.

শিষ্যরা নানা ধরণের উত্তর দিল কিন্তু কোনোটাই সন্তোষজনক হলো না .

শেষ পর্যন্ত মুনি কোমল  ভাষায়  ব্যাখা দিলেন .

” যখন দু জন ব্যক্তি একে অপরের প্রতি রেগে যায়, তাদের হৃদয়ের মধ্যে দুরত্বতা অনেক হয়ে যায়.সে দুরত্বটা ঢেকে তাদের  জোড় গলায় কথা বলা প্রয়োজন যাতে তারা একে অপরকে শুনতে পায়. যত বেশি রাগ ,তত জোড়ে তাদের  চেঁচিয়ে কথা বলতে হয়  যাতে তারা একে অপরের কথা শুনতে পায়, ওই বিশাল দুরত্বটাকে ঢেকে দিয়ে .

কি হয় যখন দু জন ব্যক্তি একে অপরকে ভালবাসে ?তারা একে অপররের প্রতি রেগে গিয়ে কথা বলে না কিন্তু নরম স্বরে কথা বলে ,কারণ তাদের হৃদয়ের অবস্থান খুব নিকট .তাদের মধ্যে দূরত্ব বলা যেতে পারে একেবারে অনুপস্থিত অথবা খুব কম …”

মুনি বলে চললেন , ” যখন তারা আরো গভীরে একে অপরকে ভালবাসে, তখন কি হয় ?তারা কথা বলে না, শুধু  ফিসফিস  করে এবং ভালবাসায় তারা একে অপরের আরো নিকট হয়ে যায়.শেষে, তাদের ফিসফিস করে কথা বলার প্রয়োজন পরে না কারণ তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং   নিকট দু জন ব্যক্তির  মধ্যে এরকমটা তখন হতে পারে যখন একজন আরেকজনকে ভালবাসে .”

তিনি তাঁর শিষ্যদের দিকে তাকালেন এবং বললেন,

” তাই তুমি যখন তর্ক করবে তোমার হৃদয়কে  দূরে যেতে দিও না . এমন কোন কথা বোলো না যেটা একে অপরের মধ্যে দূরত্বকে আরো বাড়িয়ে দেয়, নয়ত এমন একদিন আসবে যেদিন দূরত্ব এমন বেড়ে যাবে যে পুনর্মিলন করা আর সম্ভব হবে না! ”

শিক্ষা:

রেগে গেলে চুপ করে থাকা হলো সর্বোত্তম উপায় . সেই সময় যে কথাগুলো বলি সেটা অন্যের ওপর এমন চাপ ফেলে যাই যেটা সংশোধন করা সম্ভব হয় না.রাগ নিজেদেরকে ভালোবাসার ব্যক্তির থেকে দূরে সরিয়ে দেয়.

https://saibalsanskaarbangla.wordpress.com

https://www.facebook.com/moralvaluestoriesbengali/ (Naitik Kahini Samagra )

Translator  ( অনুবাদক ) —   Sinchita.