Archive | March 2018

The Golden Rule : Love Can Transform একটা সুবর্ণ বিধি : ভালবাসার দ্বারা রূপান্তরিত হওয়া .

 

MIL dil

 

 

মূল্যবোধ :  ভালবাসা

সহ মূল্যবোধ : গুরুজনদের ভালবাসা এবং সম্মান করা

অনেক  সময় আগের কথা , লি – লি নামের একজন মহিলা  বিয়ের পরে তার স্বামী এবং শাশুড়ির সাথে থাকতে  শুরু করে . কিছু দিনের মধ্যেই , লি – লি বুঝতে পারে যে, সে তার শাশুড়ির সাথে মানিয়ে থাকতে পারছে না .  তাদের ব্যক্তিত্ব ভীষণ রকমের আলাদা  এবং তার শাশুড়ির অনেক অভ্যাসই  তার ক্রোধের কারণ হয়ে উঠত  . তার ওপরে , তিনি  প্রতিনিয়ত লি-লির সমলোচনা করতেন ……. দিনের পর দিন , সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল . লি – লি এবং তার শাশুড়ির  তর্ক এবং ঝগড়া কখনই থামত না . তবে পরিস্থিতি আরো খারাপ হওয়ার  কারণ প্রাচীন চীনা প্রথা অনুযায়ী , লি -লি কে তার শাশুড়ির কাছে মাথা নত করতে হবে এবং তাঁর প্রতিটি ইচ্ছা পালন করতে হবে . বাড়িতে এই ধরণের  রাগ এবং অশান্তির জন্য বেচারা স্বামীর অবস্থা খুব বেদনাদায়ক হয়ে ওঠে .

শেষে , লি-লি তার শাশুড়ির এই  মেজাজ এবং  কর্তৃত্ব  আর সইতে পারল না এবং  এই বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়ার  কথা ভাবল . লি-লি  দেখা করতে গেল তার বাবার ভাল বন্ধু , মিস্টার . হুয়াং- এর সাথে যিনি গাছ -গাছড়া বেচতেন . সে এই সমস্যার কথা  ওনাকে জানালেন এবং সামান্য পরিমাণ বিষ কিনতে চাইলেন যাতে এই সমস্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় .

মিস্টার হুয়াং কিছুক্ষণ ভাবলেন  এবং সবশেষে বললেন : ” লি -লি , আমি তোমার এই সমস্য সমাধান করতে সাহায্য করব কিন্তু  তোমাকে আমার কথা শুনতে হবে এবং আমি যা বলছি সেই আদেশ মানতে হবে .”

লি-লি বলল : ” হ্যাঁ , মিস্টার  হুয়াং , আপনি  আমায়  যা করতে বলবেন আমি তাই  করব . ”

মিস্টার .হুয়াং  পেছনের ঘরে গেলেন এবং কয়েক মিনিট বাদে  গাছ -গাছড়ার একটা প্যাকেট নিয়ে ফিরলেন . তিনি লি -লি কে বললেন , ” যে বিষ  খুব তাড়াতাড়ি  কাজ করে সেরকম কিছু তুমি তোমার শাশুড়িকে  দিতে  পারবে না কারণ  এতে মানুষের মধ্যে সন্দেহ জাগবে .  তাই  আমি অনেকগুলো গাছ -গাছড়া  দিলাম  যেগুলো ধীরে ধীরে  শরীরে বিষ তৈরী করবে . একদিন অন্তর একদিন সামান্য পর্ক অথবা চিকেন তৈরী করবে এবং  ওনার  বাটিতে সামান্য  এই জড়িবুটি দিয়ে দেবে . তবে , উনি যখন মারা যাবে তখন যাতে তোমায় কেউ সন্দেহ না করে  সেই কারণে খুব সতর্ক থাকবে এবং ওনার প্রতি বন্ধুসুলভ  ব্যবহার করবে .  ওনার  সাথে তর্ক করবে না , ওনার ইচ্ছা মেনে চলবে এবং ওনার সাথে রানির  মতো ব্যবহার করবে .  ”

 

 

Image result for herbs

 

 

লি -লি কি ভীষণ খুশি হলো .  সে মিস্টার . হুয়াংকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি   বাড়ি গেল যাতে তার শাশুড়িকে হত্যা করার চক্রান্ত  শুরু করা যায় . সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল এবং একদিন অন্তর একদিন , লি-লি তার শাশুড়িকে এই বিশেষ ভাবে তৈরী করা খাবার টা  দিত . সে এও মনে রেখেছিল যে হুয়াং  কি বলেছিলেন যাতে কারুর মনে কোন সন্দেহ না জাগে , তাই সে তার রাগ সংবরণ করে , তার শাশুড়ির আদেশ মেনে চলে এবং ওনার  সাথে  নিজের মায়ের  মতো ব্যবহার করতে শুরু করে . প্রায় ছ মাস পরে বাড়ির পরিস্থিতি সম্পূর্ণ  বদলে গেছে . লি -লি রাগ সংবরণ করার এমন অভ্যাস করেছে যে সে এখন  কোন কিছুতেই  রেগে যাই না বা বিচলিত বোধ করে না . ছ মাসের মধ্যে তার কোন তর্ক – বিতর্ক হয়নি শাশুড়ির সাথে যিনি এখন অনেক মলিন স্বভাবের হয়ে গেছে এবং  তার সাথে মানিয়ে চলা যায় . লি -লি -এর প্রতি শাশুড়ির মনোভাব বদলে গেছে , এখন উনি লি-লি কে মেয়ের মতো ভালবাসে . তিনি  বন্ধুবান্ধব এবং আত্বীয়স্বজনদের বলে বেড়াতেন যে লি -লি হলো সর্বোত্তম  ছেলের বউ . লি -লি এবং তার শাশুড়ি  এখন নিজের মা এবং মেয়ের মত একে অপরের সাথে ব্যবহার করে . যা হচ্ছে সেটা  দেখে লি -লির  স্বামী খুব খুশি .

একদিন লি-লি মিস্টার  হুয়াং এর সাথে দেখা করতে এলো  এবং আবার তাঁর   সাহায্য চাইল  .  সে বলল : ” প্রিয় , মিস্টার . হুয়াং দয়া করে আমায়   সাহায্য  করুন  যাতে  বিষের দ্বারা আমার শাশুড়ি মারা  না যান . তিনি এখন বদলে  গিয়ে  ভাল স্বভাবের হয়ে গেছেন এবং আমি ওনাকে মায়ের মতো  ভালবাসি . আমি চাই না আমি যে বিষ  দিয়েছি তার দ্বারা ওনার মৃত্যু হোক . ”

মিস্টার . হুয়াং  হাসলেন এবং মাথা নেড়ে বললেন : ” লি-লি  , চিন্তা করবার কিছু নেই . আমি তোমায় কখনো  কোনো বিষ দিইনি . আমি যে গাছ -গাছড়া তোমায় দিয়েছিলাম সেগুলো হলো  ভিটামিন জেটার দ্বারা তাঁর শরীরের উন্নতি হবে .  যে বিষটা ছিল সেটা হলো তোমার মনে এবং ওনার প্রতি তোমার ব্যবহারে , কিন্তু সেটাও ধুয়ে গেছে তোমার ভালবাসার দ্বারা যেটা তুমি ওনাকে দিয়েছ . ”

নীতিকথা : বন্ধুগণ , তোমারা কি ভেবে দেখেছ যে তুমি অপরের  সাথে  যে ভাবে ব্যবহার করবে সেই একই ধরণের ব্যবহার তুমি পাবে ?

চীন দেশে   এটা  বলা হয় :  যে ব্যক্তি অন্যকে ভালবাসে সেও ভালবাসা  অর্জন করে .  একটা সুবর্ণ বিধি.

শিক্ষা :  ভালবাসা  হলো ক্ষমতাশালী  অস্ত্র  যেটা    মানুষকে রুপান্তরিত করতে পারে . এটা সময় নিতে পারে কিন্ত ভালবাসাকে কখনো পরিত্যাগ  কোরোনা .  সর্বশেষ বিজয় হলো ভালবাসা .  যদিও এর জন্য দরকার     যথেষ্ঠ  অধ্যাবসায়   এবং  ধৈর্য  .

 

https://saibalsanskaarbangla.wordpress.com

https://www.facebook.com/moralvaluestoriesbengali/ (Naitik Kahini Samagra )

Translator ( অনুবাদক ) :   Sinchita .